Quantcast
Channel: ফান – Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 20

মজার ধাঁধা (ধাঁধা প্রশ্নের উত্তর ২০১-২২০)

$
0
0

কালিদাস পণ্ডিতের মজার ধাঁধা গুলো গ্রাম-গঞ্জে খুবই জনপ্রিয়। বিশেষ করে বিয়ের বাড়ীতে কনের পক্ষে ছেলের পক্ষে এবং ছেলের পক্ষ কনের পক্ষে ধাঁধার প্রশ্ন করে থাকে এবং সে ধাঁধার প্রশ্নের দিতে হয় নয়তো লজ্জা পেতে হয়। কিন্তু ধাঁধার প্রশ্নের উত্তর যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে এর উত্তর দিতে সহজ হবে এবং লজ্জা পেতে হবে না। দেখে নিন কিছু মজার ধাঁধার উত্তর।

মজার ধাঁধা ২০১-২২০

২০১. কোন শহর খুলতে মানা,

তা কি তোমার আছে জানা।

উত্তর–খুলনা।

২০২. কোন সে সরস ফল বলো দেখি ভাই

ফেলি তার আর্ধ ভাগ, অর্ধাংশ খাই।

টক মিষ্টি স্বাদ তার চোখ আগণন

বাংলাদেশের সস্তা ফল নাম কত এখন?

উত্তর-আনারস।

২০৩. কোন সে বিদেশী ভাষা নাম চার অক্ষরে,

দ্বিতীয় কেটে দেখো পানিতে বাস করে?

উত্তর—ইংলিশ।

২০৪. কোন টেবিলে পায়া থাকে না,

ঝুলে থাকে, ছাড়ায় না?

উত্তরঃ টাইম টেবিল।

২০৫. কোন পাখির ডিম নাই, বলো তো দেখি।

বলতে না পারলে বুঝবো বুদ্ধি নাই ঘটে।

উত্তরঃ বাদুর।

২০৬. কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,

ভাবতে গেলে তার কথা পণ্ডিতের হয় ভুল?

উত্তরঃ চালতা।

২০৭. কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা।

বলতে না পারলে, হবে তুমি গাধা।

উত্তরঃ নারিকেল।

২০৮. কোন ব্যাংকে টাকা থাকে না। ধার কখনো পাওয়া যায় না।

উত্তরঃ ব্লাডব্যাংক।

২০৯. কোন গাছেতে হয় না ফুল, আছে শুধু গন্ধ।

গাছ তলাতে গেলে পরে, সবাই পাবে গন্ধ।

উত্তরঃ চন্দন।

২১০. কোন গাছের পাতায় কাঁটা, মাথায় ঝাঁটা, দেখিতে নিরস, কাটিলে তাহার দেহে পাবে মিষ্টি রস।

ছোট ছোট ফলে তার ঝোপে ঝোপে ধরে, কাঁচায় সবুজ, পাকলে লাল ছোটরা আদর করে।

উত্তরঃ খেজুর গাছ।

২১১. কোমর ধরে শুইয়ে দাও, কাজ যা করার করে নাও।

উত্তরঃ শিল নোড়া।

২১২. কেবান সে ফল ভাই, লেজে থাকে দাড়ি?

গা কেটে ধরে ফল, খায় নর-নারী।

উত্তরঃ ভুট্টা

২১৩. কট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে।

সবাই আমার পেটে বসে, কষ্ট পাই না মনে।

উত্তরঃ চেয়ার।

২১৪। কনছেন দেখি, সাদার ভেতর সাদা।

উত্তরঃ ডিম।

২১৫. কথা ও ছবি ছায়ায় আসে, দেখে তা কিন্তু সবাই হাসে?

উত্তরঃ টেলিভিশন।

২১৬. কদমের ভাই সজন রায়; একশো আটটা জামা গায়।

তবু তার সাদ মিটে না, আরো জামা চায়।

উত্তরঃ কলাগাছ।

২১৭. কলের মধ্যে পা দিয়েছি, তাইতো আমায় পেলে।

বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে।

উত্তরঃ কপাল।

২১৮. কনছেন দেখি কোন খানা খাওয়া যায় না?

উত্তরঃ গোসলখানা।

২১৯. কনছেন দেখি কোণ বাসা ভাড়া দেওয়া যায় না?

উত্তরঃ ভালবাসা।

২২০. কাঁচাতে তুলতুল, পাকাতে টক।

লেংটা হয়ে বাজারে যায়, জিভে আসে পানি।

উত্তরঃ তেঁতুল।

এরপর পড়ুন : ধাঁধা প্রশ্নের উত্তর ২২১-২৪০

আরো পড়ুন : প্রশ্নঃ ছেলেরা প্রতিদিন করে, মেয়েরা বছরে একবার করে। তা কি?

The post মজার ধাঁধা (ধাঁধা প্রশ্নের উত্তর ২০১-২২০) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 20

Trending Articles